যথাযথ মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হল স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আলোচনা সভার আয়োজন করা হয় যার সভাপতিত্ব করেন অত্র কমপ্লেক্সের সম্মানিত ইউএইচএফপিও মহোদয় ডাক্তার মোতারব হোসেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এনামুল হক, জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ ফাহমিদা নীলা, এবং মেডিকেল অফিসারবৃন্দ। অনুষ্ঠানে ডাঃ এনামুল হক বঙ্গবন্ধুর জীবন, বর্বরোচিত হত্যাকাণ্ড, আমাদের জীবনে বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স, মিড ওয়াইফি, হেলথ এসিস্টেন্টবৃন্দ। আলোচনা শেষে অত্র কমপ্লেক্সের ইমামের প্রতিনিধিত্তে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস