Title
Health camp in Khottapara Union
Details
শাজাহানপুর উপজেলায় উপজেলা পরিষদ ও শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য- কেন্দ্রের উদ্যোগে ৪ দিন ব্যাপী গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ প্রসব নিশ্চিতকরণে গর্ভকালীন ও গর্ভপরবর্তী সময়ে করনীয় শীর্ষক প্রচার-অভিযান ও ক্যাম্পেইন এর অংশ হিসেবে গত ২৮-০১-২০২০ তারিখে খোট্টাপাড়া ইউনিয়ন এ অনুষ্ঠিত হল গর্ভবতী মায়েদের সাথে এক মত বিনিময় সভা, যেখানে সভাপতির পদ অলংকৃত করেছেন মাহমুদা পারভীন, ইউ.এন.ও, আরো উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন ছান্নু, ভাইস চেয়ারম্যান ভিপি এস সুলতান আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হেফাজত আরা মিরা, ইউ.এইচ.এফ.পি.ও ডা. মোতারব হোসেন, গাইনি কনসালটেন্ট ডা. ফাহমিদা শিরিন এবং সহকারী সার্জন ডা. রাশেদ নিজাম রবি।।
অনুষ্ঠানে আগত মায়েদের সাথে মত বিনিময় এবং গর্ভকালীন ও তার পরবর্তী সময়ে মায়েদের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারগণ মাতৃপ্রসবকালীন মৃত্যুর বিভিন্ন দিক ও মা-শিশুর বিভিন্ন প্রসব কালীন রোগ ও তার প্রতিকার-প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফারুক সাহেব।
পরিশেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং আগত মায়েদের সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে প্রায় পাচ শতাধিক প্রসূতি,বিবাহিত, অবিবাহিত নারী এবং বিপূল সংখ্যক আগ্রহী স্বামীদের উপস্থিতি নিঃসন্দেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং জাইকার সহায়তায় এক কার্যকরী জনসভায় পরিণত হয়, আলহামদুলিল্লাহ।।
উক্ত অনুষ্ঠানে জাইকার পক্ষ থেকে উপজেলা অফিস ফ্যাসিলিটেটর হিসেবে জনাব নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।।