Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Quary in JANATA MEDICAL CENTRE
Details
Create
 
Live
 
 
Event
 
 
Offer
 
 
Job
 
 
 
 
 
 
 
 
বিসমিল্লাহির রাহমানির রাহীম, 
 
শাজাহানপুর উপজেলার জনসাধারণের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণে এবং সকল ভুইফোড় ও অণুমোদন-বিহীন প্রতিষ্ঠান চিহ্নিতকরণপূর্বক তাদের কে শাস্তির আওতায় এনে একটি স্বাস্থ্যসম্মত চিকিৎসার পরিবেশ গড়ে তুলতে শাজাহানপুর উপজেলা পরিষদ ও শাজাহানপুর স্বাস্থ্য-কমপ্লেক্স একযোগে মাঠে নেমেছে ...
তারই অংশ হিসেবে আজ বেলা ১.৩০ ঘটীকায় দুবলাগাড়ি হাট সংলগ্ন জনসেবা মেডিকেল সেন্টার নামক ডায়াগনস্টিক সেন্টারে শাজাহানপুর উপজেলা পরিষদ, শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্স, শাজাহানপুর থানা একযোগে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালায়, এবং বেশ কিছু অসংগতি চোখে পরে, 
১। বিনা লাইসেন্সে দীর্ঘ ৭ বছর ধরে অনুমোদনবিহীণভাবে ডায়গনস্টিক সেন্টার চালানো,
২। ভূয়া ফারমাসিস্ট দিয়ে ড্রাগ লাইসেন্স তৈরি,
৩। অনুমোদন ছাড়া নরমাল ডেলিভারি, এবরশন, সহ অপারেশন,
৪। তথ্যপ্রদানে অসঙ্গতি,
৫। অসংগতিপূর্ণ পরিবেশ,
এর কারনে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা পরিষদের এসি ল্যান্ড মহোদয়, এবং সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহোদয়।।
পরবর্তীতে লাইসেন্স এর অনুমোদন গ্রহণ ও অন্যান্য অসংগতি ঠিক করবার প্রতিশ্রুতি দেন জনসেবা মেডিকেল কেয়ারের পরিচালক, ডাঃ মোঃ আজমল হোসেন।।
Images
Attachments
Publish Date
16/02/2021
Archieve Date
01/12/2022