Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
15 august national mourning day observed
Details
বিসমিল্লাহির রাহমানির রাহীম।। আস সালামু আলাইকুম।। আজ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী, তার অবদান, জীবনাদর্শ, ১৫ই আগস্টের তাৎপর্য নিয়ে মাননীয় ইউ এইচ এন্ড এফ পি ও এর নেতৃত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।। উক্ত সভায় বক্তব্য রাখেন ডা. মোতারব হোসেন স্যার, ডা. আসিফ রেজোয়ান, হেলথ ইন্সপেক্টর দেলোয়ার হোসেন সহ আরো অনেকে, অনুষ্ঠানের উপস্থাপনা করেন হেলথ এসিস্টেন্ট উজ্জ্বল।। আলোচনা শেষে হাসপাতালের মসজিদের ইমাম আনোয়ার সাহেবের মোনাজাতের মধ্যে দিয়ে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং এই শোক কে শক্তিতে পরিণত করে যেন স্বাস্থ্যসেবার মানের সার্বিক উন্নয়ন করা যায় তার দুয়া করা হয়।।
Images
Attachments
Publish Date
15/08/2021
Archieve Date
15/08/2022