Title
Day long seminar in Shajahanpur Upazila Health Complex
Details
গত ১১ই মার্চ ২০২০ ইং এ অনুষ্ঠিত হলো সড়ক নিরাপত্তা, ইঞ্জুরি ম্যানেজমেন্ট, সাপে কাটা, পুড়ে যাওয়া সহ বিভিন্ন বিষয়ের রুগীসমূহের উপজেলা পর্যায়ের ব্যবস্থাপণা ও করণীয় সম্পর্কে।।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শ্রদ্ধেয় ইউ এইচ এফ পি ও মহোদয় ডা. মোতারব হোসেন, মেডিসিন কনসালটেন্ট ডা. এনামুল হক, গাইনি কনসালটেন্ট ডা. ফাহমিদা শিরিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. এমদাদ হোসেন এবং সহকারী সার্জণ ডা. রাশেদ নিজাম রবি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সকল চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স, স্যাকমো, ও অন্যান্য কর্মচারীবৃন্দ।।