গত ০৫.০৭.২০২১ইং তারিখে এসি ল্যান্ড শাজাহানপুর মোঃ আশিক খান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাজাহানপুর এর মেডিকেল অফিসার ডা. রাশেদ নিজামের নেতৃত্বে বি ব্লকস্থ ম্যাক্স কেয়ার ক্লিনিকে পরিচালিত হয় একটি পরিদর্শন অভিযান, হাসপাতালে আউটডোর ও ইনডোরে ডাক্তারের উপস্থিতি, অপারেশন থিয়েটার, শয্যা-ব্যবস্থাপনা, ডাক্তার, সিস্টার ও আয়াদের সংখ্যা এবং রুগী ব্যবস্থাপনা, হাসপাতালে দালালের দৌরাত্ম্য, প্রয়োজনীয় লাইসেন্স, ল্যাব সামগ্রী, ঔষধাগার ও আনুষাংগিক পরিবেশ এসময় বিবেচনা করা হয়।।
এ সময় সেখানে অবস্থানরত রুগীদের সাথে কথা বলা হয় এবং তাদের কোন অভিযোগ থাকলে তা শোনা হয়।।
অভিযান শেষে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অপর্যাপ্ত ডিউটি ডাক্তার থাকার কারণহেতু হাসপাতাল কতৃপক্ষ কে ২০০০০ টাকা নগদ জরিমানা করা হয়।।
তারা অংগীকার করেন ভবিষ্যতে এধরনের ভূলগুলো শুধরে হাসপাতালের পরিবেশ উন্নত করবেন।।
**যেকোন ধরনের ভোগান্তি বা অভিযোগ জানাতে যোগাযোগ করুন শাজাহানপুর উপজেলা পরিষদ, এসি ল্যান্ড অফিস অথবা শাজাহানপুর স্বাস্থ্যকেন্দ্রের হেল্প লাইনে, সুচিকিৎসা নিশ্চিত করুন, অনিয়ম ও অন্যায় প্রতিহত করুন।।