Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
mobile court action in anwara clinic and diagnostic centre
Details

বিসমিল্লাহির রাহমানির রাহীম।। আস সালামু আলাইকুম।। আজ, ২৭.১০.২০২১ তারিখে প্রায় দুপুর ৩ ঘটিকার দিকে আনোয়ারা ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকে চালানো হয় মোবাইল কোর্ট অভিযান।। অভিযানের নেতৃত্ব দেন এসি ল্যান্ড জনাব আশিক খান এবং মেডিকেল অফিসার ডা. রাশেদ নিজাম রবি, সাথে ছিলেন পুলিশ প্রশাসন।। দীর্ঘদিন ধরে পেয়ে আসা অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়, ইতিপূর্বেও সেখানকার মালিক মোঃ কামাল হোসেন কে কোন ধরনের ক্লিনিক লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ট্রান্সফিউশন লাইসেন্স না থাকার কারণে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, মৌখিকভাবে প্রতিশ্রুতি দিলেও যথাযথ সময়ে নবায়ন না করার কারণে এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার কারণে তাকে পুনরায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এক লক্ষ টাকা জরিমানা করেন।। আপনাদের আশেপাশে যদি কোন ভূয়া ডা., ভূয়া চেম্বার, ভূয়া ক্লিনিক অথবা কোনধরনের প্রতারণা দেখতে পান, সাথে সাথে আমাদের জানান, শাজাহানপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসন সব সময় এ ব্যাপারে তৎপর।। আমাদের সকলের সহযোগীতায় আমরা একটা সুন্দর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারব ইন শা আল্লাহ।।

Images
Attachments
Publish Date
27/10/2021
Archieve Date
01/01/2023